ইঞ্জিনিয়ার আবদুল খালেক চট্টগ্রামের মানুষের চেতনার বাতিঘর

দোয়া মাহফিল ও স্মরণ সভায় বক্তারা

| রবিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২২ at ১১:১১ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক, বাঙালি মুসলমানদের নব জাগরণের অন্যতম অগ্রদূত ইঞ্জিনিয়ার আবদুল খালেকের ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির উদ্যোগে গতকাল শাহ্‌ আমানত দরগাহ্‌ লেইনস্থ তনজিমুল মোসলেমীন এতিমখানা মিলনায়তনে এক দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির কেন্দ্রীয় সভাপতি এস.এম. জামালউদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর চৌধুরী সিইনসি স্পেশাল। সেমিনার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য মইনুদ্দীন কাদেরী শওকত। দোয়া পরিচালনা করেন বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। আলোচনায় অংশগ্রহণ করেন জেড.এম. এনায়েত উল্লাহ হিরু, মোহাম্মদ নাজিম উদ্দিন, অধ্যাপক ফজলুল কাদের, কে.এম. ইউসুফ, মাওলানা আবদুর শুক্কুর প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নঈম উদ্দিন চৌধুরী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুহাম্মদ আবদুল হালিম। উদ্বোধনী বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত বলেন, আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল খালেক ছিলেন চট্টগ্রামের মানুষের চেতনার বাতিঘর। তিনি ছিলেন সর্বগুণে গুণান্বিত এক অসাধারণ মানুষ। তিনি মানুষকে ভালবাসতেন ও মানুষের মঙ্গল চাইতেন আন্তরিকভাবে। আবদুল খালেক ইঞ্জিনিয়ার শুধু সম্পাদক বা প্রকৌশলী ছিলেন না- ছিলেন এক কৃতী সমাজ সংস্কারক ও বুজুর্গ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅনলাইনে গল্প আহরণ প্রতিযোগিতার ৩য় অধিবেশন
পরবর্তী নিবন্ধব্যাচ রাজনীতি বিজ্ঞান ও লোক প্রশাসন বিভাগের পুনর্মিলনী