ইকো ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

| শনিবার , ১৪ অক্টোবর, ২০২৩ at ১০:৪৭ পূর্বাহ্ণ

এনভাইরনমেন্ট কমিউনিটি এন্ড ওশান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ইকো ফাউন্ডেশন) কর্তৃক আয়োজিত পরিবেশবান্ধব নগর উন্নয়নের লক্ষ্যে গত ১২ অক্টোবর চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ে নতুন নির্মাণকৃত ভবনের চারপাশে সৌন্দর্য বর্ধন কর্মসূচি উপলক্ষে বিভিন্ন প্রজাতির ৪৫০টির মতো ফলদ, বনজ, ওষুধি, ফুলের গাছ ও বিভিন্ন প্রজাতির পাতাবাহার গাছ রোপণসহ টবসহকারে নতুন ভবনটির সৌন্দর্য বর্ধন কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকো ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং শিক্ষাবিদ প্রফেসর ড. মোহিত উল আলম এবং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ ফরিদুল আলমসহ অত্র কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ইকো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দাশ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ এবং মহিলা উদ্যেক্তা হামিদা আক্তার। পুরো কর্মসূচি আয়োজনটি সমন্বয় করেন ইকো ফাউন্ডেশনের কোর টিম মেম্বার ও সমন্বয়কারী (প্রোগ্রাম) সুজন দেব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারীর পারিশ্রমিক বৈষম্য এবং ক্লডিয়া গোল্ডিনের নোবেল
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের পোস্টার প্রতিযোগিতা