ইউরোর শেষ ষোলোয় কে কার মুখোমুখি

| শুক্রবার , ২৫ জুন, ২০২১ at ৭:৪৮ পূর্বাহ্ণ

শেষ হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) ২০২০’র গ্রুপ পর্বের খেলা। ছয়টি গ্রুপের দুটি করে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সঙ্গে তৃতীয় হয়ে চারটি দল জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। সবমিলিয়ে মোট ১৬টি দল জায়গা পেয়েছে নকআউটে। একদিনের বিরতির পর শেষ ষোলোর খেলা মাঠে গড়াচ্ছে শুক্রবার রাতে।
শেষ ষোলোর সময়সূচি: (বাংলাদেশ টাইম)
শনিবার (জুন ২৬)- ম্যাচ-১: ওয়েলস বনাম ডেনমার্ক; বাংলাদেশ সময় রাত ১০টা।
রোববার (২৭ জুন)- ম্যাচ-২: ইতালি বনাম অস্ট্রিয়া, বাংলাদেশ সময় রাত ১টা।
ম্যাচ-৩: নেদারল্যান্ডস বনাম চেক প্রজাতন্ত্র, বাংলাদেশ সময় রাত ১০টা।
সোমবার (২৮ জুন)- ম্যাচ-৪: বেলজিয়াম বনাম পর্তুগাল, বাংলাদেশ সময় রাত ১টা।
ম্যাচ-৫: ক্রোয়েশিয়া বনাম স্পেন, বাংলাদেশ সময় রাত ১০টা।
মঙ্গলবার (২৯ জুন)- ম্যাচ-৬: ফ্রান্স বনাম সুইজারলান্ড, বাংলাদেশ সময় রাত ১টা।
ম্যাচ-৭: ইংল্যান্ড বনাম জার্মানি, বাংলাদেশ সময় রাত ১০টা।
বুধবার (৩০ জুন)-ম্যাচ-৮: সুইডেন বনাম ইউক্রেন বাংলাদেশ সময় রাত ১টা।

পূর্ববর্তী নিবন্ধতালেবান ঠেকাতে অস্ত্র হাতে প্রস্তুত আফগান নারীরা
পরবর্তী নিবন্ধবালিকা গ্রুপে রাউজান ও পটিয়া ফাইনালে বালকদের গ্রুপে পটিয়া,ফটিকছড়ির জয়লাভ