ইউজিসি প্রতিনিধি দলের ইউসিটিসি পরিদর্শন

| সোমবার , ১৮ অক্টোবর, ২০২১ at ৮:১৪ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি) পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এর প্রতিনিধি দল। গতকাল রবিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলের মধ্যে ছিলেন চুয়েটের ইইই বিভাগের প্রফেসর ড. কাজী দেলোয়ার হোসেন, ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুক, সহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার।
এসময় প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাসরুম, লাইব্রেরি, বঙ্গবন্ধু কর্নার, বঙ্গবন্ধু গ্যালারি, কনফারেন্স হল, বিভিন্ন অনুষদের প্রশাসনিক অফিস ঘুরে দেখেন। এসময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন উপাচার্য প্রফেসর মোহাম্মদ ইউনুস। সভায় ইউসিটিসির প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজ সেক্রেটারি মোহাম্মদ ওসমান, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ, ট্রেজারার এবং ইএলএল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ, ডিরেক্টর অফ ফিন্যান্স প্রফেসর মো. আবদুল কাদের তালুকদার উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআর্ক পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক
পরবর্তী নিবন্ধএসওএস শিশু পল্লীতে স্কুল ব্যাগ বিতরণ