আর্ক পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক

| সোমবার , ১৮ অক্টোবর, ২০২১ at ৮:১৪ পূর্বাহ্ণ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা প্রধান কার্যালয়ের পরিচালক (স্বাস্থ্য ও পুনর্বাসন) মো. মাসুদ হোসেন গতকাল রোববার আর্ক মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন। তিনি প্রতিষ্ঠানের কার্যক্রম সরেজমিন ঘুরে দেখেন এবং এর সুযোগ-সুবিধা ও সেবা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি চিকিৎসাধীনদের সঙ্গে মতবিনিময়ে বলেন, চারিত্রিক উন্নয়ন ও ধর্মীয় অনুশাসনের মাধ্যমেই মাদকমুক্ত হয়ে সমাজে পুনর্বাসিত হওয়া সম্ভব।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর, চট্টগ্রাম মেট্রো দক্ষিণের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রধান কার্যালয়ের সরকারী পরিচালক রাহুল সেন, আর্কের প্রোগ্রাম কো-অর্ডিনেটর রকিবুল আজম, সেন্টার ইনচার্জ জাকির হোসেন, সাইকোলজিস্ট সুরাইয়া মুকিত, সিনিয়র প্রোগ্রাম অফিসার দিদারুল আলম, সামসুল মাসুম এবং জুনিয়র প্রোগ্রামার পারভেজ খান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসহিংসতার বিরুদ্ধে ইসকনের মানববন্ধন ও বিক্ষোভ
পরবর্তী নিবন্ধইউজিসি প্রতিনিধি দলের ইউসিটিসি পরিদর্শন