ইউক্রেনে সফল হয়ে তবেই থামবে রাশিয়া

ম্যাক্রোঁর সঙ্গে ফোনালাপে পুতিন

| শুক্রবার , ৪ মার্চ, ২০২২ at ৬:২২ পূর্বাহ্ণ

ইউক্রেনকে সামরিকভাবে নিরস্ত্র করা এবং একটি নিরপেক্ষ দেশে পরিণত করাই রাশিয়ার লক্ষ্য। আর এ লক্ষ্য রাশিয়া সফলতার সঙ্গেই অর্জন করবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ফোনে গতকাল বৃহস্পতিবার একথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে এক বিবৃতিতে দুই নেতার ফোনালাপের বিষয়গুলো প্রকাশ করা হয় বলে জানায় বিবিসি। দুই নেতা প্রায় ৯০ মিনিট ধরে কথা বলেন। খবর বিডিনিউজের।
ফোনে পুতিন বলেন, ইউক্রেনের কারণে আলোচনায় যত দেরি হবে, রাশিয়ার দাবিদাওয়ার তালিকাও তত লম্বা হবে। ইউক্রেন যুদ্ধ নিয়ে বুধবার ম্যাক্রোঁর দেওয়া বক্তব্যের সঙ্গেও দ্বিমত পোষণ করেন পুতিন। ম্যাক্রোঁ ইউক্রেইনে যুদ্ধ শুরু হওয়ার দায় একা পুতিনকে দিয়েছেন। যা ঠিক নয় বলে দাবি করেন পুতিন।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে পর্যটকদের আকৃষ্ট করতে প্রকল্প গ্রহণের সুপারিশ
পরবর্তী নিবন্ধইউক্রেনজুড়ে বিরামহীন বোমাবর্ষণ