ইউএসটিসির ভর্তি মেলা এবং ব্যবসায় প্রশাসনের প্রদর্শনী

| মঙ্গলবার , ২৪ মে, ২০২২ at ৬:৪৪ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলোজিতে (ইউএসটিসি) গত ২২ এবং ২৩ মে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুইদিন ব্যাপি ভর্তি মেলা সম্পন্ন হয়। যেখানে ব্যবসায় প্রসাশন, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি, সিএসই এবং ইইই এই সকল বিভাগ গুলো তাদের তথ্য ও সুযোগ-সুবিধা তুলে ধরে। এর ফলে নতুন ছাত্র-ছাত্রীরা বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পেরেছে এবং ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে ।

গতকাল শেষ দিনে ব্যবসায় প্রসাশন বিভাগের ছাত্র-ছাত্রীদের মধ্যে নতুন উদোক্তাদের পণ্য ও সেবা প্রদর্শনীর আয়োজন করা হয়। একই সাথে এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের সমাগম হয়। দুই দিনের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন কবি ও সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল, অধ্যক্ষ মো. ফরিদ এবং এন. আই. টি. এর সভাপতি আহসান হাবিব।

উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর নুরল আবসার, দিলীপ কুমার বড়ুয়া, আনিস শরীফ, কাজী নুর-এ-আলম সিদ্দিকী, ড. সৈয়দ আলী ফজল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমরদেহ পরিবহনে চট্টগ্রাম বিমানবন্দরে অ্যাম্বুলেন্স সেবা চালু
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ভূমি কার্যালয়কে দালালমুক্ত ঘোষণা