ইংরেজিতে পরিবার এবং শুভেচ্ছা আদান-প্রদান: ৩য় শ্রেণী

শাদমান আবসার চৌধুরী | শনিবার , ৮ মে, ২০২১ at ২:১৭ পূর্বাহ্ণ

(Learning Outcome: 3.1.1, 2.1.1, 1.5.1)
তুমি তোমার মা কি বলে ডাকো? কিংবা বাবাকে কি বলে ডাকো?
আচ্ছা, এমন হলে কেমন হয় যদি আমরা তোমাদের নতুন কিছু ডাক শিখিয়ে দেই, তাও আবার ইংরেজিতে ?
যেমন মায়ের ইংরেজি mother । তোমরা চাইলেই মাকে মাঝে মধ্যে mother ডাকতে পারো। এমন আরো কিছু ডাক শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এগুলো ব্যবহার করে তোমার বন্ধুদের অবাক করে দিতে পারো । নিচের তালিকায় শব্দগুলো দেওয়া আছে। এগুলো পড়ে নাও

Mother- মা
Father – বাবা
Sister- বোন
Brother- ভাই
Friend – বন্ধু
আচ্ছা, আমরা কী শুধুই এগুলো বলবো। আমরা কিন্তু আরো কিছু শব্দ ব্যবহার করতে পারি দিনের বিভিন্ন সময়ে কারো সাথে দেখা হলে । যেমন ফোনে কারো সাথে কথা হলে আমরা শুভেচ্ছা জানাই Hello এর মাধ্যমে ।
তো একইভাবে কিছু শব্দ, তাদের অর্থ আমরা দেখে নিবো যেগুলো শুভেচ্ছা আদান প্রদানের জন্য আমরা ব্যবহার করে থাকি।

Hello- শুভেচ্ছা
Good Morning- শুভ সকাল
Good Noon- শুভ দুপুর
Good Afternoon- শুভ বিকাল
আর রাতে ঘুমাতে যাওয়ার সময় আমরা Good night বলতে পারি।
Good Night- শুভ রাত্রি।

যখন আমরা চলে যাবো , তখন বিদায় নেওয়ার সময় আমরা Bye কিংবা Good Bye বলতে পারি।
Bye- বিদায় ।
Goodbye – শুভ বিদায়।

আমরা তো good morning বলে শুভেচ্ছা দিয়েই চলে যাবো না। আমাদের মানুষেরা বিভিন্ন প্রশ্ন করবে, সেগুলোর উত্তরও দিতে হবে। তো প্রশ্ন বোঝার জন্য কিছু শব্দও আমরা শিখে নিতে পারিঃ
What? – কি?
How? – কীভাবে?
How many – কতজন?
Members-সদস্য
একটা উদাহরণ দেই।
কেউ যখন জিজ্ঞেস করবে, What is your mother’s name? তখন তুমি একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করবে। What অর্থ কি , mother অর্থ মা, আর name অর্থ নাম। তাহলে এখানে জানতে চাওয়া হয়েছে, “তোমার মায়ের নাম কি?”
এবার তুমি খুব সহজেই তোমার মায়ের নাম বলে দাও।

তাহলে এবার চেষ্টা কর তো নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ারঃ
1/ What is your name ?
2/ What is your father’s name?
3/ What is your mother’s name
4/ How many members are there in your family?
5/ Do you have any brothers or sisters?

নিচের শব্দগুলো কোন সময় বলবে তা খাতায় লেখো এবং বাসার মানুষদের সাথে অভ্যাস করঃ
Good Morning, Good Noon, Good Afternoon, Good Night, Hello, Bye
আরো ভালো করে বোঝার জন্য নিচের পিডিএফ লিংকটিতে ক্লিক করো।
English Worksheet Grade 3_Content 1 PDF

লেখক: ফেলো, ২০২০ কোহোরট (চট্টগ্রাম), টিচ ফর বাংলাদেশ

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ইয়াকিন বাহিনীর হাতে অপহৃত রোহিঙ্গা উদ্ধার
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা