আ. লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না

লোহাগাড়া বিএনপির পরিচিতি সভায় শামীম

| শনিবার , ২৬ মার্চ, ২০২২ at ৭:৩৭ পূর্বাহ্ণ

নগরীর দোস্ত বিল্ডিংস্থ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় গতকাল শুক্রবার বিকালে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।
সভায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সরকার আবারো পাতানো নির্বাচনের ষড়যন্ত্র শুরু করেছে। তারই অংশ হিসেবে তাদের দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করেছে। আমাদের স্পষ্ট কথা হচ্ছে, আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে যাবে না। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। মানুষকে গুম করে, খুন করে অতীতের মতো নিশিরাতে ভোট ডাকাতি করতে দেওয়া হবে না।
এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, লোহাগাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. মো. আবু তাহের, যুগ্ম আহ্বায়ক সাহেদুল আনোয়ার চৌধুরী, এস.এম. আবু সাঈদ চৌধুরী টিটু, ফরিদ আহমদ চৌধুরী, খোরশেদ আলম সিকদার, নুরুল হক সওদাগর, মাওলানা মুজিবুর রহমান, নাসির উদ্দিন চৌধুরী, শহীদ আহমদ, ফজলে এলাহী চৌধুরী, মুহাম্মদ ইসহাক, আবুল হাশেম, মোস্তাক আহমদ, আব্দুল কাইয়ুম, শহীদুল আলম, দেলোয়ার হোসেন চৌধুরী, ডা. সৈয়দ মুহাম্মদ মহিউদ্দিন, নুরুল আলম বাহাদুর, ফেরদৌস আহমদ, মো. নুরুল আলম, নুরুল আকতার, মোস্তাফিজুর রহমান, সৈয়দ হোসেন, খোরশেদ আলম, এড. এহেছানুল হক, জাহাঙ্গীর আলম মেম্বার, মোছাম্মদ রেহেনা বেগম, মোছাম্মৎ খালেদা আক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজমিয়তুল ফালাহ ময়দানে পবিত্র দরসুল কোরআন মাহফিল ৩০ মার্চ
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ