আ. লীগের সম্মেলন নিয়ে দুই গ্রুপের মারামারি

বোয়ালখালীর খরণদ্বীপ

বোয়ালখালী প্রতিনিধি | শনিবার , ২ জুলাই, ২০২২ at ৫:২০ পূর্বাহ্ণ

বোয়ালখালী শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের আজকের আহূত সম্মেলনের আধিপত্য নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় গ্রুপের কমপক্ষে ২ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ওই ইউনিয়নে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানিয়েছে, শনিবার অনুষ্ঠেয় ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের আধিপত্য নিয়ে গত কয়েকদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের এ দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার সকালে এ নিয়ে দুই গ্রুপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। জুমার নামাজের পরে উভয় গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা রাজা মিয়া প্রকাশ গাছ রাজার দাবি- সম্মেলনকে নিয়ে নয়। আসল ঘটনা হচ্ছে প্রতিপক্ষ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের ভাইয়েরা এলাকায় মদ, ইয়াবা ব্যবসার সাথে জড়িত। এর প্রতিবাদ করায় ওরা অস্ত্র-শস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে আজ আমাদের উপর হামলা করে। এতে আমার ছোট ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি চট্টগ্রাম ওয়াসার প্রকৌশলী রাশেদুল আলম আহত হন। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকনের ছোট ভাই ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. ইউছুপ বলেন, গত ২৫ জুন জ্যৈষ্ঠপুরা ওয়ার্ড আ.লীগের সম্মেলনে হাতাহাতির ঘটনা ঘটেছিল। এ ঘটনার জের ধরে আমার খামারে গিয়ে রাশেদের নেতৃত্বে অর্তকিত হামলা চালিয়ে আমাকে আহত করেন। এরপর মসজিদে নামাজ আদায়ের পর আবারো আমাকে মারধর করে তারা। এতে আমি আহত হয়ে চিকিৎসা নিচ্ছি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এখনো লিখিত অভিযোগ পাইনি।

পূর্ববর্তী নিবন্ধনৃশংস, অমানবিক হৃদয়বিদারক
পরবর্তী নিবন্ধপ্রথম দিন স্বস্তিতে টিকেট কিনলেন যাত্রীরা