আ. লীগের মনোনয়ন প্রত্যাশী ২৭ নেতাকর্মী

আজাদী প্রতিবেদন

কে পাচ্ছেন জানা যাবে ২৫ মার্চ | বৃহস্পতিবার , ২৩ মার্চ, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম(বোয়ালখালীচান্দগাঁও) আসনের উপনির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের ২৭ নেতাকর্মী। গতকাল শেষ দিনে আরো দুইজন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম নিয়েছেন। এই আসনে কার ভাগ্যে মনোনয়ন জুটছে তার জন্য অপেক্ষা করতে হবে ২৫ মার্চ পর্যন্ত।

 

ওইদিন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই আসনের প্রার্থী চূড়ান্ত করা হবে। এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চট্টগ্রাম৮ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিতরণের গত তিনদিনে ২৭ জন (প্রথম দিনে ১৩ জন, দ্বিতীয় দিনে ১২ জন এবং গতকাল ২জন) মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম নিয়ে জমা দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

 

২০ মার্চ প্রথম দিনে নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামসহ ১৩ মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়েছেন। ওইদিন আরো যারা আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নিয়েছেন তারা হলেনব্যারিস্টার মোহাম্মদ মনোয়ার হোসেন,

শিল্পপতি সুকুমার চৌধুরী, প্রয়াত সংসদ সদস্য মঈনুুদ্দিন খান বাদলের সহধর্মিণী সেলিনা খান, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য মো. হায়দার আলী চৌধুরী, এস এম কফিল উদ্দিন, মোহাম্মদ খোরশেদ আলম, মো. সাইফুল ইসলাম, আশেক রসুল খান, এটিএম আলী রিয়াজ খান, মোহাম্মদ জাহেদুল হক, জহুর চৌধুরী, মোহাম্মদ মনছুর আলম প্রমুখ।

২১ মার্চ দ্বিতীয় দিনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন এই আসনের সদ্য প্রয়াত সাংসদ ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সহধর্মিণী শিরিন আহমেদ ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত এস এম আবুল কালাম, ২২

নং এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ডা. আহমেদ ফয়সাল চৌধুরী, মহানগর আওয়ামী লীগের কার্যকারী সদস্য প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী কৃষাণ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সবেক তথ্য ও গবেষণা সম্পাদক মো. আবদুল কাদের সুজন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক

নোমান আল মাহমুদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সাইফুদ্দিন আহমেদ রবি, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. আবু তাহের, ৩ নং পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. এমরান, বায়েজিদ থানা আওয়ামী লীগের সদস্য কফিল উদ্দিন খান, আওয়ামী লীগের কৃষি ও

সমবায় বিষয়ক উপকমিটির সাবেক সদস্য মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এ এ নুরুল ইসলাম।

গতকাল ২২ মার্চ শেষ দিনে মনোনয়ন ফরম নিয়েছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য, ওমরগনি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মো. আরশেদুল আলম বাচ্চু ও ছাত্রলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক মো. মাহবুব রহমান। চট্টগ্রাম৮ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে আগামী ২৭ এপ্রিল। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ।

পূর্ববর্তী নিবন্ধসাক্ষীকে জেরা করার সময় অসুস্থ হয়ে আইনজীবীর মৃত্যু
পরবর্তী নিবন্ধচসিকের সাধারণ সভায় সিডিএর বিরুদ্ধে ক্ষোভ