মানুষ সৃষ্টির সেরা ও সামাজিক জীব। সমাজের সামগ্রিক উন্নয়নে মানুষের ভুমিকা অপরিসীম। এ মানুষই পারে অসাধ্যকে সাধন করতে, সুন্দর সমাজ গড়তে। কিন্তু বর্তমানে সুন্দর সমাজ বিনির্মাণের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে মাদক ও যত্রতত্র মাদকাসক্তদের দৌরাত্ম। মাদক একটা সমাজ তথা গোটা প্রজন্মকে অসুস্থ করে দেয়। মাদকদ্রব্য হচ্ছে সেই সব বস্তু যা গ্রহণের ফলে মানুষের মধ্যে স্নায়ুবিক বৈকল্য ত্বরান্বিত হওয়ার মাধ্যমে এক ধরনের নেশা তথা আসক্তির সৃষ্টি হয় এবং কিছু সময় পরপর চরম আসক্তি অনভূত হয়। যে সব মাদকদ্রব্য সেবক সর্বাধিক সেগুলো হল মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল ও প্যাথেড্রিন ইনজেকশন ইত্যাদি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মাদকাসক্তি হচ্ছে চিকিৎসা গ্রহণযোগ্য নয় এমন দ্রব্য অতিরিক্ত পরিমাণে বিক্ষিপ্তভাবে গ্রহণ করা এবং এ সব দ্রব্যের উপর নির্ভরশীল হয়ে পড়া। সঙ্গদোষ হল মাদকাসক্তির অন্যতম মারাত্মক একটি কারণ। কেননা বন্ধু-বান্ধব বা নিকটতম পরিচিত ব্যক্তি মাদকাসক্ত হলে সে তার সঙ্গীদেরকেও নেশার জগতে আনার আপ্রাণ চেষ্টা চালায়, এক পর্যায়ে সুস্থ সঙ্গীটিও নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং বিভিন্ন সমাজ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়। সেজন্য বলা হয়ে থাকে ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’। বিশ্বব্যাপী মাদকদ্রব্যের অপব্যবহার এবং চোরাচালানের মাধ্যমে এর ব্যাপক প্রসার দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মারাত্মক হুমকির সৃষ্টি করছে।ফলে মাদকের নিষ্ঠুর ছোবলে অকালে ঝরে যাচ্ছে অনেক তাজা প্রাণ, অঙ্কুরে বিনষ্ট হচ্ছে বহু তরুণের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ এবং বহু পরিবারে নেমে আসছে অমানিশার ঘোর অন্ধকার। ফলে সমাজ তথা দেশে নেমে আসছে অস্থিরতা, পরিবার ও সমাজের সর্বত্র বৃদ্ধি পাচ্ছে মাদকাসক্তদের দৌরাত্ম। বর্তমানে মাদকের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ছে স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা কেননা করোনার কারণে শ্রেণি কার্যক্রম শিথিল করায় তারা বেশিরভাগ সময় বাইরে কাটানোর সুযোগ পায়। যারা মাদকে আসক্ত হয়ে পড়ে তারা যেকোন উপায়ে মাদক জাতীয় দ্রব্য সংগ্রহের চেষ্টা করে ফলে তারা চুরি, ডাকাতি ছিনতাই সহ বিভিন্ন সমাজ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়ে, এক পর্যায়ে তারা সমাজের ঘৃণিত ব্যক্তি হিসেবে পরিগনিত হয় যা মোটেই কারো কাম্য নয় মাদক মুক্ত সমাজ গঠন করতে চাইলে অবশ্যই ধর্মীয় অনুশাসন ব্যক্তি ও সমাজের মধ্যে জাগরিত করতে হবে। আমাদের দেশের যুব সমাজের অধিকাংশই এখন মাদকের হিংস্র ছোবলে ধ্বংস হয়ে যাচ্ছে যা দেশের উন্নয়নে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াতে পারে বলে মন্তব্য করছেন সুশীল সমাজ তথা বিশেষজ্ঞরা। কেননা আজকের দিনের যুবসমাজই আগামীদিনের উজ্জ্বল ভবিষ্যৎ। তাই দেশের সামগ্রিক উন্নয়নে সমাজের সকলকে সচেতন হতে হবে এবং যুব সমাজকে মাদকের ভয়ংকর ছোবল থেকে রক্ষা করতে হবে।
লেখক : শিক্ষক