আসছে ‘মুখোশ’

| রবিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৪১ পূর্বাহ্ণ

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও চিত্রনায়িকা পরীমনি অভিনীত আলোচিত সিনেমা ‘মুখোশ’র মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি আগামী ৪ মার্চ দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ‘মুখোশ’র পরিচালক ও প্রযোজক ইফতেখার শুভ। খবর বাংলানিউজের। তিনি বলেন, যেহেতু প্রতিদিন করোনা সংক্রমণের হার এক বা দেড় শতাংশ করে কমছে, সে হিসাবে এ মাসের শেষের দিকে হয়তো এই হার ৫ শতাংশের নিচে নেমে আসতে পারে। সেজন্য ৪ মার্চ ‘মুখোশ’র মুক্তির দিন ঠিক করা হয়েছে। খবর বাংলানিউজের। তিনি আরো জানান, এর আগে ১৮ ফেব্রুয়ারি সিনেমাটির ট্রেলার প্রকাশ পাবে সামাজিক মাধ্যমে। মোশাররফ-পরীমনি ছাড়াও ‘মুখোশ’র বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন-রোশান, ইরেশ জাকের, আজাদ আবুল কালাম, প্রাণ রায়, ফারুক আহম্মেদ, রাশেদ মামুন অপু, তারেক স্বপন, এলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ। এতে ‘মুখোশ’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন মাইনুল আহসান নোবেল। আব্রাহাম তামিমের কথায় গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন।

পূর্ববর্তী নিবন্ধপুতুলের ‘আত্মহনন চিঠি’
পরবর্তী নিবন্ধসাদেক বাচ্চুর শেষ ছবি প্রেক্ষাগৃহে