সাদেক বাচ্চুর শেষ ছবি প্রেক্ষাগৃহে

| রবিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৪১ পূর্বাহ্ণ

স্বনামধন্য চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চুর শেষ ছবি মুক্তি পেলো প্রেক্ষাগৃহে। মৃত্যুর দুই বছর পর তার অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিটি শুক্রবার ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ২০১৮ সালের মে মাসের মাঝামাঝিতে শুরু হয়েছিল দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির শুটিং। করোনা পরিস্থিতিসহ নানা কারণে দীর্ঘ ৪ বছর আটকে ছিল ছবিটি। অবশেষে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গতকাল সিনেমাটি মুক্তি পেলো। রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে অপু বিশ্বাস, বাপ্পী চৌধুরী এবং সাদেক বাচ্চু ছাড়াও অভিনয় করেছেন আফজাল শরীফ, কাবিলা, চিকন আলী প্রমুখ। ঢাকাই সিনেমার দাপুটে অভিনেতা সাদেক বাচ্চু ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর আগে এ ছবিটির কাজই করে গিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, এ ছবির সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্রটিও এটি বলে জানিয়েছেন পরিচালক দেবাশীষ বিশ্বাস। পাঁচ দশকের ক্যারিয়ারে মঞ্চ, বেতার, টেলিভিশন ও সিনেমায় ছিল সাদেক বাচ্চুর পদচারণা।

পূর্ববর্তী নিবন্ধআসছে ‘মুখোশ’
পরবর্তী নিবন্ধরাউজানে প্রণব স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন