পুতুলের ‘আত্মহনন চিঠি’

| রবিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৪০ পূর্বাহ্ণ

ভিন্ন আঙ্গিকে এবার নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ক্লোজআপ ওয়ান তারকা সাজিয়া সুলতানা পুতুল। গানের শিরোনাম ‘আত্মহনন চিঠি’। মেঘ ছুঁতে ছুঁতে পাহাড় বেয়ে উঠতে থাকি আমরা খসে পড়বো বলে- এমন কথার গানটি তৈরি হয়েছে দুটি কবিতা ও একটি গানের সমন্বয়ে। গানের শুরুর লাইনটি একুশে গ্রন্থমেলায় প্রকাশ পেতে যাওয়া পুতুলের নতুন কবিতার বইয়ের নামও। পুতুল বলেন, ‘আত্মহনন চিঠি’ প্রকাশ হলো আমার ইউটিউব চ্যানেল থেকে। আমার কথা, সুর ও কম্পোজিশনে এই ধারাটার নাম আমি দিয়েছি ‘পুতুলগান’। পুতুলগান শেষ প্রকাশিত হয়েছিল তিন বছর আগে। এরপরের সৃষ্টিহীনতার সময়টুকু কেটেছে চূড়ান্ত বিষাদে। কম্পোজিশনটা ঠিক হয়ে উঠছিল না বলে।
‘আত্মহনন চিঠি’তে তার মতো একজন বহুমাত্রিক মিউজিশিয়ানকে প্রডিউসার হিসেবে পেয়ে আমার সৃষ্টি পূর্ণতা পেয়েছে। তার সঙ্গে সোনায় সোহাগা হয়েছে আমাদের স্টুডিও গানবাড়ি, যেখানে সৃষ্টি হয়েছে এই গান। গানটি প্রকাশ হলো। এই সময়টার রোমাঞ্চ কেউ অনুভব করতে পারবে না। কিন্তু আমি জানি এটা আমার নতুনভাবে পুনরুত্থিত হবার দিন। পুতুলগানের পুনরুত্থানের দিন।

পূর্ববর্তী নিবন্ধমুখোশের আড়ালে প্রভা
পরবর্তী নিবন্ধআসছে ‘মুখোশ’