মহান রাব্বুল আ’লামিন তাঁর পবিত্র কালামে পাকে স্পষ্টভাবে বলেছেন, ‘এই পথই আমার সরল পথ। সুতরাং তোমরা এরই অনুসরণ করবে এবং বিভিন্ন পথ অনুসরণ করবে না, করলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করবে। এভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন যাতে তোমরা সাবধান হও’। সূরা-আনআম- ১৫৩। এ আয়াতের ব্যাখ্যায় তাফসির ইবন্ে কাসিরে এসেছে- হযরত ইবন্ আেব্বাস (রাঃ) এই আয়াত সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন যে, নিম্নের আয়াতটিও সমার্থবোধক, ‘তোমরা (এ) বিধানকে প্রতিষ্ঠিত করো এবং (কখনো) এতে অনৈক্য সৃষ্টি করো না’- সূরা আশ্ শূরা- ১৩। আল্লাহতায়ালা তাঁর বান্দাদেরকে নাসীহাত করেছেন যে, তারা যেন জামা‘আতবদ্ধ হয়ে থাকে এবং নিজেদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি করে দলে দলে ভাগ হয়ে না যায়। পূর্ববর্তী লোকেরা দ্বীনের ব্যাপারে ঝগড়া-ফাসাদ ও যুদ্ধ-বিগ্রহে লিপ্ত হয়ে পড়েছিল এবং মতানৈক্য সৃষ্টি করেছিল। ফলে তারা ধ্বংস হয়ে গিয়েছিল’- তাবারী ১২/২২৯। আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, একদা রাসূল (সাঃ) মাটিতে স্বহস্তে একটি রেখা টানেন। তারপর বলেন, ‘এটা হচ্ছে আল্লাহর সরল সোজা পথ। অতঃপর তিনি ডানে ও বামে আরও কতগুলি রেখা টানেন এবং বলেন, ‘এগুলি হচ্ছে ঐসব রাস্তা যেগুলির প্রত্যেকটির উপর একজন করে শাইতান বসে রয়েছে এবং ঐ দিকে (মানুষকে) আহবান করছে’। একজন লোক ইবনে মাসউদ (রাঃ) কে জিজ্ঞেস করেন, সিরাতে মুস্তাকীম কি? তিনি উত্তরে বলেন, রাসূল (সাঃ) আমাদেরকে এক প্রান্তে রেখে বিদায় নিয়েছেন, অপর প্রান্ত শেষ হয়েছে জান্নাতে। এর ডান দিকে বিভিন্ন পথ রয়েছে এবং বাম দিকেও অনেক পথ রয়েছে। পথগুলোর উপর কতগুলো লোক অবস্থান করছে এবং যাঁরা তাদের পাশ দিয়ে গমন করছে তাদেরকে তারা নিজেদের দিকে আহবান করছে। সুতরাং যারা তাদের ডাকে সাড়া দিয়ে তাদের পথ অবলম্বন করছে তাদের শেষ গন্তব্য হবে জাহান্নাম। আর যারা সরল সোজা পথ অবলম্বন করে চলবে তারা জান্নাতে প্রবেশ করবে। নাওয়াস ইবনে সামআ’ন (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূল (সাঃ) বলেছেন, ‘আল্লাহ তায়ালা সিরাতে মুস্তাকীমের দৃষ্টান্ত পেশ করেছেন। এর দু’দিকে দু’টি প্রাচীর রয়েছে এবং তাতে খোলা দরজা রয়েছে। দরজাগুলোর উপর পর্দা লটকান রয়েছে। সোজা রাস্তাটির দরজার উপর আল্লাহর দিকে আহবানকারী একটি লোক বসে আছে এবং বলেছে, ‘হে লোক সকল! তোমরা সবাই এই সরল সোজা পথে চলে এসো। এদিক ওদিক যেও না। আর একটি লোক রাস্তার উপর থেকে ডাক দিতে রয়েছে। যখনই কোন লোক ঐ দরজাগুলোর কোন একটি দরজা খোলার ইচ্ছা করছে তখনই সে তাকে বলছে, ‘সর্বনাশ! ওটা খোল না। যদি তুমি দরজাটি খুলে দাও তাহলে তুমি ওর মধ্যে প্রবেশ করেই ফেলবে’। এই সরল সোজা পথটি হচ্ছে ইসলাম। আর প্রাচীর দু’টি হচ্ছে আল্লাহর বেঁধে দেয়া নির্ধারিত সীমা। খোলা দরজাগুলো হচ্ছে আল্লাহর নিষিদ্ধ রাস্তাসমূহ। রাস্তার মাথায় যে বসে আছে ওটা হচ্ছে আল্লাহর কিতাব। আর রাস্তার উপর থেকে যে ডাক দিচ্ছে সে হচ্ছে আল্লাহ প্রদত্ত সতর্ককারী অন্তর যা প্রত্যেক মুসলিমের রয়েছে। (আহমাদ ৪/১৮২, তিরমিযী ৮/১৫২)।
মহান আল্লাহতায়ালা সূরা বাকারার ২৫৭ নং আয়াতে বলছেন, ‘আল্লাহই হচ্ছেন মু’মিনদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার হতে আলোর দিকে নিয়ে যান; আর যারা অবিশ্বাস করেছে তাগুত তাদের পৃষ্ঠপোষক, সে তাদেরকে আলো হতে অন্ধকারের দিকে নিয়ে যায়, তারাই জাহান্নামের অধিবাসী- ওখানে তারা চিরকাল অবস্থান করবে’। অতএব ইসলামই হচ্ছে একমাত্র সহজ সরল পথ। এই পথেই রয়েছে সুখ, সমৃদ্ধি ও কল্যাণময় প্রশান্তিতে ভরপুর। এই নেয়ামত শুধুমাত্র মহাশক্তিমান আল্লাহতায়ালার পক্ষ থেকেই পেয়েছি। এই পথটি যে ব্যক্তি ছেড়ে দিবে সেই দুনিয়াতে অশান্তির ঘূর্ণিপাকে পতিত হয়ে ছারখার হয়ে যাবে। আর যে ব্যক্তি এই সহজ সরল পথটি আগলে ধরে রাখবে এবং জিন্দেগির সর্বত্রই প্রতিষ্ঠিত করবে সেই ব্যক্তি শান্তির প্রাসাদে অবস্থান করবে। আর আমরা যেন পরস্পর আল-কোরআনের সেই রজ্জুকে আঁকড়ে ধরে রাখতে পারি সেই প্রচেষ্টা নিরন্তর করা চাই। আল্লাহ আমাদেরকে তাঁর পবিত্র কালামে পাকের মাহাত্ন্য ও মর্যাদা যেন উপলদ্ধি করতে পারি সেই তৌফিক দান করেন। আমিন।
লেখক: সভাপতি-রাউজান ক্লাব, সিনিয়র কনসালটেন্ট (ইএনটি), রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল