আল্লামা সৈয়দ তৈয়ব শাহ (রঃ) এর ওরশ

| শনিবার , ১৬ জুলাই, ২০২২ at ৭:২৬ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, আল্লামা হাফেজ কারী ছৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রঃ) ছিলেন ইসলামের মূলধারা সুন্নীয়তের অন্যতম ধারক। পাক-ভারত উপমহাদেশে ইসলামের সঠিক মর্মবাণী ও আদর্শের সমপ্রসারণ এবং বিস্তৃতিতে তিনি যে ভূমিকা রেখেছেন, তা অদ্যাবধি ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে।
আল মাবরুর ফ্যামিলি ট্রাস্ট ও আল মাবরুর হজ্ব কাফেলার উদ্যোগে গত বৃহস্পতিবার বেলা ১১টায় মক্কাতুল মোকাররমায় আল্লামা হাফেজ কারী ছৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রঃ) এর বার্ষিক ওফাত দিবস উপলক্ষে আয়োজিত মাহফিলে আল্লামা জুবাইর উপরোক্ত মন্তব্য করেন। নুর মোহাম্মদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব শায়খুল ইসলাম অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন- চারপীর আউলিয়া মাদ্রাসার অধ্যক্ষ কাজী মাওলানা আব্দুল হান্নান, মোহাম্মদ মহিউদ্দীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ছিকন খলিফা মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ছৈয়দ হাফেজ আহমদ আলকাদেরী। স্বাগত বক্তব্য রাখেন- আক্কাস উদ্দিন খোন্দকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আব্দুস সবুর খান, হাফজ মাওলানা আলমগীর, মাওলানা মোহাম্মদ ইসমাইল, মাওলানা মোহাম্মদ ইমরান, সাইফুল ইসলাম শফি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় তানজিমে আহলে সুন্নাত ওয়াল জামাতের গুণীজন সংবর্ধনা
পরবর্তী নিবন্ধধোপাছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ