ধোপাছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ১৬ জুলাই, ২০২২ at ৭:২৭ পূর্বাহ্ণ

চন্দনাইশের পাহাড়ি ইউনিয়ন ধোপাছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে গত বৃহস্পতিবার ধোপাছড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। অনুষ্ঠানে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত ১ লক্ষ ১২ হাজার টাকার চেক ১০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার ও ১৮ জন শিক্ষার্থীর মাঝে বিতরণ করেন তিনি। একই অনুষ্ঠানে ৪০ জন এতিম শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও তাদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের মাঝেও ৩৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলীম, ধোপাছড়ি স্বাস্থ্য কেন্দ্রের ডা. প্রিয়াংকা। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ধোপাছড়ি ইউনিয়নের মহিলা সদস্য লতিফা আকতার, জাহানারা বেগম, লাকি আকতার চৌধুরী, ইউপি সদস্য মুজিবুল হক খোকা, আমানত হোসেন, আশরাফ উদ্দিন ভুইয়া, করিমুল ইসলাম, নুরুল কবির, টিপু দাশ, নাসির উদ্দিন প্রমুখ। পরে তিনি ধোপাছড়ি ইউনিয়নের বিভিন্ন দুর্গম অঞ্চল ও যোগাযোগ ব্যবস্থা পরিদর্শন করেন। এসময় স্থানীয় জনগণের সাথে কথা বলেন এবং যে সকল অসুবিধা রয়েছে তা সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধআল্লামা সৈয়দ তৈয়ব শাহ (রঃ) এর ওরশ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামবাসীর ভালোবাসা কখনো ভুলবার নয়