হলো না আর তাকে ভোলা
নিত্য নতুন অজুহাতে
বারেবারে ঘুরে ফিরে
আসে রোজ এই প্রভাতে।
সন্ধ্যাটাও রাঙিয়ে যায়
গোধূলির ধূসর আলোয়
শখ করে বীজ বুনেছি
দুঃখই কেবল ফলায়।
লাল শাড়িটার ভাঁজ খুললে
গা জড়ানো সুবাস
প্রতিদিনই ভুলে থাকি
স্মৃতি আমার নিবাস।
আলোর সাথে সে আসে
আঁধারে সে মিলায়
যাওয়া আসা পথের ধারে
বেদনা সে ছড়ায়।