আলোকিত মানুষ ছাড়া কখনো আলোকিত ভোর আসে না

পূর্বাশার আলো’র সম্মেলনে মেয়র জহুর

| শনিবার , ১৩ মে, ২০২৩ at ৭:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আদর্শ শিশুকিশোর সংগঠন পূর্বাশার আলো চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব আবদুল খালেক মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাতা লেখক আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র ও সংগঠনের উপদেষ্টা মো. জহুরুল ইসলাম জহুর। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার সৈয়দ মোরশেদ উল্লাহ, কলামিস্ট নাজিম উদ্দীন চৌধুরী এনেল। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবু সাদেক। বিশেষ বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সিকদার। মো. আবু জুবায়েরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ সভাপতি এস এম সানা উল্লাহ, আসিফ ইকবাল, জিন্নাত সুলতানা ঝুমা, ওমর ফারুক, মো. সেলিম, আবদুল্লাহ আল হারুণ, সাবেকুন নাহার জিসান, মাওলানা আবদুল হাফিজ মামুন, সাইফুদ্দিন খালেদ, নাজমা সুলতানা নুপুর সায়েলা খাঁন পায়েল, আকতার হোসেন, মামুন উদ্দিন, সোহেল রানা, সাজ্জাদ হোসেন শিবলু, শহীদুল ইসলাম, বেলাল, শাহরিয়ার জয়, সাকিব আল হাসান, মামুনুল ইসলাম, মোকতেয়ার মিন্টু, মহি উদ্দিন হেলালী, চিনময় দাস গুপ্ত প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে পৌরমেয়র জহুরুল ইসলাম জহুর বলেন, জীবনে চলার পথে একমাত্র পাথেয় হবে সততা, প্রয়োজন হবে জ্ঞানী এবং আলোকিত মানুষের। আলোকিত মানুষ ছাড়া কখনো আলোকিত ভোর আসে না। শেষে সর্বসম্মতিক্রমে আবদুল্লাহ আল হারুণকে চট্টগ্রাম মহানগর পূর্বাশার আলোর সভাপতি, সাবেকুন নাহার জিসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও চট্টগ্রাম দক্ষিণ জেলায় মুহাম্মদ সেলিমকে সভাপতি ও মাওলানা হাফিজ আবদুল্লাহ মামুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাড়ন্ত তাপমাত্রা এবং হিট অফিসার
পরবর্তী নিবন্ধকণ্ঠনীড়ের আবৃত্তি অনুষ্ঠান ‘এ জীবন পুণ্য করো’