আর একবার আসবেন?

দীপান্বিতা চৌধুরী | বৃহস্পতিবার , ৬ এপ্রিল, ২০২৩ at ৫:৩৭ পূর্বাহ্ণ

আপনি আর একবার আসবেন?

শিকেয় তোলা যন্ত্রণা গুলোকে

রোদ পোহাই না কতদিন

এবার এলে একবার ছাদের কিনারে

রোদ পোহাতে দেবো।

চিলেকোঠার চড়ুইভাতি খোঁয়া গেছে কোন কালে,

স্মৃতির মেঝেতে শ্যাওলার ছাট

কান্নাগুলোও আলসে ভীষণ,

মেঘ পালালো মেঘের বাড়ি,

আমিই শুধু একলা ভারি।

নিয়ম বাঁধা জীবনটাকে কেন জানি আর সইছে না

উঠোন জুড়ে মুঠো মুঠো সুখ কুড়োতে

মন আর চাইছে না।

চোখের কোণে সুখের বৃষ্টি, আজলা ভরা সুখের জল

সুখ, সুখ, সুখ টইটম্বুর, ছুঁতে গেলেই হারাই তল।

এতো সুখ আমি কোথায় রাখি বলুন তো?

তাই তো বলছি,

কতকাল দুঃখ ছুঁই না;

আর একবার আসুন দয়া করে

আর একবার দুঃখগুলোকেও নতুন করে ছুঁই।

পূর্ববর্তী নিবন্ধকবিয়াল রমেশ শীল : কিংবদন্তি গণসঙ্গীত শিল্পী
পরবর্তী নিবন্ধতিনিই বড়লোক