আরো ৩০৬ স্থাপনা উচ্ছেদ, ১২ একর জায়গা উদ্ধার

পাহাড়তলীতে রেলওয়ের অভিযান

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ ডিসেম্বর, ২০২০ at ৫:৫৬ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলী জোর ডেবার দক্ষিণ-পশ্চিম পাড় ও আশপাশ এলাকায় দ্বিতীয় দিনের অভিযানে ৩০৬ টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে এক দশমিক ১২ একর জায়গা উদ্ধার করেছে রেলওয়ে । উচ্ছেদকৃত এলাকায় ৭৫২ জন অবৈধ দখলদার দীর্ঘদিন ধরে রেলওয়ের জমি দখল করে সেমিপাকা-টিনশেড ও ঝুপড়িঘর করে বসবাস করে আসছে। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা এ উচ্ছেদ অভিযান চালানো হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিমের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চলে। এর আগে গত রোববারও জোর ডেবা এলাকায় অভিযান চালিয়ে দশমিক ৭৮ একর জায়গা উদ্ধার করে ৪৭৫ অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হয়।
এই ব্যাপারে চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিম আজাদীকে জানান, গতকাল ২২৫টি অবৈধ সেমিপাকা টিনশেড ও ঝুপড়ি ঘর উচ্ছেদ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সিএমপির ৩৫ জন পুলিশ সদস্য, ডবলমুরিং থানার ১৬জন পুলিশ সদস্য, সিটি এসবির ৫ জন, মোবাইল টিমের ৬জন, জিআরপির ১৭জন, আরএনবির ২০জন ও জিআরপির(ডিবি) ৩জন সদস্য উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধার স্বীকৃতি চান কূটনৈতিক আলী আহমদের স্বজনেরা
পরবর্তী নিবন্ধআনার কলি, গ্লোরি আর চ্যাম্পিয়নের চমক