আরো দুজনের সাক্ষ্যগ্রহণ

মিতু হত্যা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২ এপ্রিল, ২০২৪ at ১১:০৬ পূর্বাহ্ণ

আলোচিত মাহমুদা খানম মিতু খুনের মামলায় আরো দুজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন, বাকলিয়ার কালামিয়া বাজার এলাকার বিকাশ ব্যবসায়ী মো. ওয়াহিদুল ইসলাম ও সিআইডির এসআই (হস্তলিপি বিশারদ) মো. রফিকুল ইসলাম। গতকাল সোমবার চট্টগ্রামের তৃতীয় অতিরক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিন তাদের সাক্ষ্য রেকর্ড করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কেশব নাথ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ২৩ এপ্রিল পরবর্তী সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নিয়ে ৪৭ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। আদালতসূত্র জানায়, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএনএইচসিআর’র এক কর্মীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে স্ত্রী মিতুকে খুন করিয়েছেন সাবেক এসপি বাবুল আক্তার নিজেই, এমনটা উল্লেখ করে গত বছরের ১৩ সেপ্টেম্বর বাবুল আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে ২০৮৪ পৃষ্ঠার ডকেট ও ২০ পৃষ্ঠার চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক। মিতু হত্যার ঘটনায় বাবুল ৬ বছর আগে যে মামলা করেছিলেন তাতেই তাকে প্রধান আসামি করে এই চার্জশিট দেয়া হয়। বাবুল ছাড়া চার্জশিটভুক্ত বাকি ৬ জন হলেন মোতালেব মিয়া প্রকাশ ওয়াসিম, আনোয়ার হোসেন, এহতেশামুল হক ভোলা, শাহজাহান মিয়া, কামরুল ইসলাম মুসা ও মো. খায়রুল ইসলাম কালু। ২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর ও আর নিজাম রোড এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মিতু।

পূর্ববর্তী নিবন্ধওয়াজেদিয়া উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী বাস্তবায়নের দাবি