রাঙামাটি ভ্রমণ আমার
নয়ন জুড়ালো
পাহাড় নদী নিরবধি
ভূবন ভুলানো।
দলবেঁধে সব নীল পাখিরা
ছুটেছি একমনে
আনন্দ আর হৈ হুল্লোড়
গভীর অনুরণে।
নীল পাখিদের রঙিন ভীড়ে
সবাই কিন্তু সেরা
রাঙামাটির চারিপাশে
সবুজ অবুঝ ঘেরা।
কিচিরমিচির গান কবিতা
সুরে সুরে চলা
মাঝেমাঝে মধুর আলাপ
কল্পকথা বলা।
নীল কলমের নীল পাখিদের
লেকের পাড়ে খেলা
এদিক ওদিক ছুটে ছুটে
কেটে গেল বেলা।
খাওয়া দাওয়া সেলফি তোলা
মজার ঘোরাঘোরি
চারিদিকে বেয়ে গেছে
কতো কতো সিঁড়ি
বিকেল বেলা পলওয়েল পার্ক
জমেছে খুব খুব
নীল কলমের নীল পাখিদের
আনন্দে ডুব ডুব।
ঝুলন্ত ব্রিজ, লাভ পয়েন্টে
নতুন করে ছবি
আমরা যাঁরা এক হয়েছি
সব্বাই কিন্তু কবি।