আরটিপিসিআর ল্যাব স্থাপনের কাজ অবশেষে শুরু

শাহ আমানত বিমানবন্দর

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৯ ডিসেম্বর, ২০২১ at ৬:০৩ পূর্বাহ্ণ

বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষায় অবশেষে আরটিপিসিআর ল্যাব স্থাপনের কাজ শুরু হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। গতকাল শনিবার থেকে ল্যাব স্থাপনে অবকাঠামোগত কাজ শুরু হয়েছে বলে বিমানবন্দর ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে। ল্যাবের অবকাঠামোগত কাজ শেষ হলে অনুমোদনপ্রাপ্ত চার বেসরকারি প্রতিষ্ঠান সেখানে আরটিপিসিআর মেশিন স্থাপন করবে। আর আরটিপিসিআর মেশিন স্থাপনের মধ্য দিয়ে বিদেশগামী যাত্রীদের বহু কাঙ্ক্ষিত করোনা পরীক্ষা শুরু করা যাবে এই বিমানবন্দরে।
এর আগে গত ৫ ডিসেম্বর চট্টগ্রাম বিমানবন্দরে বিদেশ যাত্রীদের করোনা পরীক্ষার জন্য চারটি বেসরকারি প্রতিষ্ঠানকে অনুমোদন দেয় স্বাস্থ্য অধিদপ্তর। অনুমোদনপ্রাপ্ত চারটি ল্যাবের মধ্যে চট্টগ্রামের শেভরণ ক্লিনিক্যাল ল্যাবেটরি প্রা. লিমিটেড রয়েছে। বাকি তিনটি হলো ঢাকার প্রেসক্রিপশন পয়েন্ট ও ল্যাব এইড লিমিটেড এবং কুমিল্লার লাকসামের মডার্ন হসপিটাল প্রাইভেট লিমিটেড। অনুমোদনে করোনা পরীক্ষার ফি হিসেবে যাত্রীপ্রতি ১৬শ টাকা নির্ধারণ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

পূর্ববর্তী নিবন্ধ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু হচ্ছে আজ
পরবর্তী নিবন্ধবালুচড়ায় আগুনে পুড়ল অর্ধশত কাঁচাঘর