আয়না

পংকজ দেব অপু | বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর, ২০২৪ at ৭:৫৬ পূর্বাহ্ণ

কাচের ঐ যে টুকরোটা

অনাদরে ধুলোয় লুটিয়ে আছে

একটিবার শুধু ভাবো

পেছনে যদি তার পারদ না থাকতো

কখনও কি তাকে

আয়না বলা যেত ?

এ অতিসাধারণ বিষয়টা

তোমার উর্বর মস্তিষ্কে

কখনও ঢুকলোই না।

হঠাৎ আজ আয়নার সামনে দাঁড়িয়ে

নিজেকে অনেকক্ষণ

খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে

আহা! রূপ নিয়ে তোমার

সেকি অহংকার!

হয়তো তুমি স্বীকারই করবে না

কাচের পেছনে পারদ হয়ে

আমি আছি বলে

তোমার চোখধাঁধানো রূপ

আজ যেন অপার সৌন্দর্যের

ছবি হয়ে কথা বলছে।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্নছবি
পরবর্তী নিবন্ধআমাদের শিশু – পথশিশু