আমেরিকার জন্য আজ খুবই দুঃখের দিন

আদালতে হাজির হয়ে বললেন ট্রাম্প

| মঙ্গলবার , ২৩ এপ্রিল, ২০২৪ at ১১:০৮ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক ফৌজদারি মামলার বিচারে নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে হাজির হন। এর আগে গত ১৫ এপ্রিল তিনি আদালতে হাজির হয়েছিলেন। বিচারকাজ পরিচালনায় পূর্ণ ১২ সদস্যের জুরি গঠনের পর ফের গতকাল সোমবার প্রাথমিক আইনি যুক্তিতর্কের শুনানিতে আদালতে হাজির হলেন তিনি। আদালতে ঢুকতে ঢুকতেই তিনি তার এই বিচার নিয়ে অভিযোগ করেছেন। বিচারের এই দিনকে ‘আমেরিকার জন্য খুব, খুবই দুঃখের দিন’ বলে বর্ণনা করেছেন ট্রাম্প। খবর বিডিনিউজের। শুনানি শুরুর আগে আদালতকক্ষের বাইরে সাংবাদিকদের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাম্প নতুন করে তার বিচারকে ‘খুবই অন্যায়’ এবং নির্বাচনে বাধ সাধার চেষ্টা বলে আখ্যায়িত করেন। আদালতে যাওয়ার আগেও সোমবার সকালে ট্রাম্প ট্রুথ স্যোশালে তার বিচারকে উইচ হান্ট আখ্যা দিয়েছিলেন। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তার সঙ্গে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে প্রায় এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন। ঘুষের এই মামলায় ট্রাম্প দোষী নাকি নির্দোষসেটি আগামী কয়েক সপ্তাহে মূল্যায়ন করে দেখার কথা রয়েছে জুরির।

পূর্ববর্তী নিবন্ধ২৫ হাজার চাকরি বাতিল, সুদসহ ৮ বছরের বেতন ফেরতের নির্দেশ কলকাতা হাইকোর্টের
পরবর্তী নিবন্ধশ্রীলঙ্কায় প্রতিযোগিতা চলাকালে রেসিং কারের ধাক্কায় নিহত ৭