আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে​ বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক​

এম এ মান্নান, (আরব আমিরাত) থেকে | বুধবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২১ at ১:৪২ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতে সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোমহাম্মদ শাহরিয়ার আলম এমপি গত​ সোমবার​ (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা​ বিষয়ক প্রতিমন্ত্রী​ আহমেদ আলি আল সায়েঘ-এর সাথে আবুধাবিস্থ তার​ দপ্তরে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।
মন্ত্রী আবুধাবিতে অনুষ্ঠিত ৫ দিনব্যাপী ইন্টারন্যাশনাল​ ডিফেন্স এক্সিবিশন(IDEX) এবং নেভাল ডিফেন্স এক্সিবিশন (NAVDEX)​ ২০২১ এ বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে আবুধাবি অবস্থান করছেন।​
বৈঠকে​ আমিরাতের প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে যে অগ্রগতি সাধন করেছে তার​ এবং কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী​ প্রশংসা করেন।​
এতে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, মুজিব শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে আমিরাতের অংশগ্রহণ, দু’দেশের ৫০তম জন্মজয়ন্তী উদযাপন, রোহিঙ্গা​ প্রত্যাবাসনে আমিরাতের অব্যাহত সমর্থন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ, বাণিজ্য, বিনিয়োগ, খাদ্য নিরাপত্তা, আমিরাতে বাংলাদেশীদের কর্মসংস্থানের​ সুযোগ সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিকতাপূর্ণ আলোচনা হয়।
বৈঠকে​ অন্যান্যদের মধ্যে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক মহাব্যবস্থাপক এফ এম বোরহান উদ্দিনও উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন কমিশনারসহ ৯ জনের বিরুদ্ধে শাহাদাতের মামলা
পরবর্তী নিবন্ধবাঘাইছড়িতে ইউপি মেম্বারকে গুলি করে হত্যা