আমিরাতগামী ফ্লাইটের যাত্রীদের ফুল ও মিষ্টি দিয়ে অভ্যর্থনা সুজনের

বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব চালু

| মঙ্গলবার , ৪ জানুয়ারি, ২০২২ at ১১:১৮ পূর্বাহ্ণ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাবের আনুষ্ঠানিক পরীক্ষা কার্যক্রম শুরু হওয়ায় চট্টগ্রামবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল সোমবার দুপুরে বিমানবন্দরে আরব আমিরাতগামী ফ্লাইটের যাত্রীদের ফুল এবং মিষ্টি দিয়ে অভ্যর্থনা জানান সুজন।
এসময় তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ এড়াতে আরব আমিরাতগামী ফ্লাইট উড্ডয়নের ৬ ঘন্টা আগে আরটিপিসিআর টেস্টের বাধ্যবাধকতা থাকায় পৃথিবীর বিভিন্ন দেশ তাদের বিমানবন্দরসমূহে আরটিপিসিআর ল্যাব স্থাপন করে। এরই প্রেক্ষিতে দেশের বিমানবন্দরসমূহে আরটিপিসিআর ল্যাব স্থাপন বাধ্যবাধকতা হয়ে পড়ে। প্রবাসীগণও দেশের আন্তর্জাতিক বিমানবন্দরসমূহে আরটিপিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়ে আসছিল দীর্ঘদিন ধরে। প্রধানমন্ত্রী প্রবাসীদের দাবির প্রতি সহমর্মিতা জানিয়ে জরুরি ভিত্তিতে দেশের বিমানবন্দরসমূহে আরটিপিসিআর ল্যাব স্থাপনের নির্দেশনা প্রদান করেন। গতকাল বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাবের আনুষ্ঠানিক পরীক্ষা কার্যক্রম শুরু হয়। এসময় অন্যদের মধ্যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার মো. ফরহাদ হোসেন খান, নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, নাছির আলম, সদস্য সচিব হাজী মো. হোসেন, নুরুল কবির, মোরশেদ আলম, মো. সেলিম, সমীর মহাজন লিটন, মো. শাহজাহান, মো. বাবলু, জাইদুল ইসলাম দুর্লভ, হাসান হাবিব সেতু প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু
পরবর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ