প্রাণের চেয়েও বেশি ভালোবাসি তোমাকে
হে আমার জন্মভূমি
হৃদয় জুড়ে আছো রবে চিরদিন
হে আমার স্বদেশ তুমি।
গুণি কোনো শিল্পীর চিত্রপটে আঁকা
ছবি যেন সে তোমার মুখ
তোমারি শ্যামল বুকে জন্ম নিয়েছি মাগো
তাইতো আমার এতো সুখ
মরতে চাই যে মাগো তোমারি শীতল কোলে
তোমার শ্যামল মাটি চুমি।
স্বর্গ সেকি মাগো এর চেয়ে সুন্দর
এর চেয়ে বেশি মধুময়
সেখানে কি মমতার এমনি
ছোঁয়া আছে
এমন আবেগে বায়ু বয়
চাইনা স্বর্গ আমি থাক সে সুদূর
আমার স্বর্গ মাগো তুমি।