‘আমার স্বপ্ন, আমার স্বাধীনতা’

| রবিবার , ৩১ মার্চ, ২০২৪ at ১০:৫৪ পূর্বাহ্ণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাচিক শিল্পচর্চা কেন্দ্র কণ্ঠনীড় আয়োজন করে ‘আমার স্বপ্ন, আমার স্বাধীনতা’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানের। কণ্ঠনীড়ের নিজস্ব মিলনায়তনে গত শুক্রবার শুরু হওয়া অনুষ্ঠানে ছিলো কথামালা, কবিকণ্ঠে কবিতাপাঠ, একক ও দলীয় আবৃত্তি। কণ্ঠনীড়ের সভাপতি সেলিম রেজা সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে কথামালায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা নুর উন নবী ইমরান, কবি হোসাইন কবির, আবৃত্তিশিল্পী হাসান জাহাঙ্গীর, ছড়াকার উতপাল কান্তি বড়ুয়া ও সংগঠক সাজ্জাত হোসেন। কবিতা পাঠ করেন রেহেনা মাহমুদ, রিমঝিম আহমেদ ও কবি নবারুন কান্তি বড়ুয়া।

কথমালার পর শুরু হয় আবৃত্তি পরিবেশনা। কণ্ঠনীড়ের শিশু বিভাগের জয় বড়ুয়া, অরণ্য বড়ুয়া ও সমৃদ্ধ বড়ুয়া দিপ্র আবৃত্তি। কণ্ঠনীড়ের তাজুল ইসলাম, কানিজ ফাতেমা, অর্পিতা পাল। রোটার‌্যাক্টর মরিয়ম বেগম এবং তানিয়া আক্তার মাহি। আমিন্ত্রত আবৃত্তিশিল্পী বোধন আবৃত্তি পরিষদের সুবরণা চৌধুরী, প্রমা আবৃত্তি সংগঠনের পার্থ প্রতিম মহাজন, এটিএম সাইফুর রহমান, ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সুজয় দে ও সন্দীপনার মেজবাহ উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআসছে শাফিনের নতুন গান ‘রুবারু’
পরবর্তী নিবন্ধবাংলাদেশ-আফগানিস্তান সিরিজ স্থগিত