আমার মন

নাটু বিকাশ বড়ুয়া | রবিবার , ১১ এপ্রিল, ২০২১ at ৭:৩৫ পূর্বাহ্ণ

নিশি রাতে পদ্য লেখায় মন দিয়েছি পাঠে
হঠাৎ শুনি ঠিক বাইরে কে না জানি হাঁটে
ছিটকিনিটা খুলব বলে চেয়ার ছেড়ে উঠি
ঘড়ির কাঁটা ঘণ্টা বাজায় নাইট গার্ডের ছুটি।

সবাই যখন গভীর ঘুমে নাক সে কেমন ডাকে
আমায় তখন ঘিরে ধরে লেখার সময়টাকে
ভাবের বসে অনেক কিছুই লিখে চলি পাতায়
জীবন যেন থমকে পড়ে লিখতে মন তাতায়।

ভাবনা আমার চলতে থাকি নীরব কিছু ভেবে
মন যদি এই সময়ে অনেক কিছু দেবে
স্বপ্ন আমার ভালো কিছু করতে চায় মন
সবার জন্যে সবার ভালো চাই যে সারাক্ষণ।

পূর্ববর্তী নিবন্ধএ এমন রোদ্দুরে
পরবর্তী নিবন্ধঅচিন পাখি