আমার প্রথম প্রেমের গল্পটা অনেকেই মনে রেখেছে।ওটা নিছক একটা গল্প। আসলে প্রথম প্রেম বলে আমার জীবনে কিছু নেই, ছিলোনা। আমি সকালে, বিকালে, ঝুম বৃষ্টিতে, জংলী ফুলের, উচ্ছলা ঝর্ণার, পাহাড়ি লতার প্রেমে পড়ি নিত্য। প্রতি সকালে প্রেমে পড়ি আমার লাভবার্ডগুলোর ঝগড়ায়। আমি প্রেমে পড়ি শরতে কাশফুলের। নীল আকাশে ছুটে চলা উড়ো মেঘের প্রেমে পড়েছি কত হাজার বার তার হিসেব নেই। কিছুদিন আগে প্রেমে পড়েছি সোনার পায়েলের। সেদিন প্রেমে পড়েছি আমড়ার চাটনীর। আমার পছন্দ বয়ে চলা ঝর্নার বুকে ভাব নিয়ে বসে থাকা নুড়িগুলোর। আমার পছন্দ প্রেমার ঠোঁটের লাল লিপস্টিপ। আমার পছন্দ স্বপ্নার খোঁপায় ঝুলে থাকা লাল জবা। সব মিলিয়ে আমি যা দেখি তারই প্রেমে পড়ি এবং ক্ষণে ক্ষণে। আমার পছন্দ তারুণ্য। যা দেখি তাই আমার কাছে সুন্দর। কিছুদিন আগে বিটিভির একটা অনুষ্ঠানে আমাকে প্রশ্ন করা হয়েছিলো আমার দৃষ্টিতে প্রেম কী? আমি বলেছিলাম দুজন নারী পুরুষের ঘনিষ্ঠতাকে আমি প্রেম বলি না। আমার প্রেম বিকেলের উজ্জ্বলতার সাথে। আমার প্রেম ঝর্ণার সাথে, আমার প্রেম পাহাড়ের সাথে। ভালো লাগা ও আসক্তিই হলো প্রেম। প্রেম ভালোবাসা এক সূত্রে গাঁথা। আর আমি আর প্রেম, তারুণ্য এসুতায় বাঁধা। সেদিন বন্ধুদের বললাম আমার ৯০ বছর বয়সেও আমি লাল লিপস্টিপ আর লাল শাড়ি পরে কাশের বনে নাচবো, গাইবো, কবিতা পড়বো।