আমার প্রাণের সখ্যতা
ঝর্ণার বয়ে চলা স্বচ্ছ পানির নিচের
পিচ্ছিল নুড়ি পাথরের সাথে
হয়তো এক্ষুনি পিছলে পরে ভেঙে যাবে প্রবালটা,
তবু আমি তার জলে আমার নূপুর ভেজাই।
আমার প্রাণের সখ্যতা
পাহাড় চূড়ার কাটা গায়ে সেই গাছটার সাথে,
সে গাছে জড়িয়ে আছে জংলী লতায়
নানান বরঙ্গের বুনো ফুল,
শাখা–প্রশাখায় সুকণ্ঠী সুরের গাখিগুলোর সংসার
হয়তো সে গাছের কাটা ছিঁড়ে নিবে
আমার চিবুকের একপাশ।
সবুজের অলিতেগলিতে, পাখপাখালীর সুর
ঝর্ণা নুড়িরানির রিনিকঝিনিক শব্দ
বেঁধে রেখেছে পরম অনুভবে।