আমার জন্মভূমি

আনন্দমোহন রক্ষিত | শনিবার , ২৬ মার্চ, ২০২২ at ৮:১৮ পূর্বাহ্ণ

আমার জন্মভূমি রক্তস্নাত বাংলাদেশ।
হৃদয়ে লালন করা হাজার বছর ধরে স্বপ্নেবোনা
আমার প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ।

রক্তে কিনেছি এদেশ আমার
রক্ত দিয়েছে মানুষ
রক্তের রঙে হার মেনেছে
কৃষ্ণচূড়া বকুল।
কোথায় আমার আর্যবর্ত, কোথায় চর্যাপদ
ভিনদেশী এক শাসকের চোখে
শুধুই হিংসাদ্বেষ।
হাজার বছর করেছে শাসন
জ্বালিয়েছে ঘরবাড়ি
পুড়েছে মাটি শস্য-ভাণ্ডার না খেয়ে মরেছে মানুষ,

হৃদয়ে আমার চিতাগ্নি জ্বলে বুকে দুঃসাহস
এদেশ আমরা করবো স্বাধীন আসুক যতোই শংকা
ত্রিশ লক্ষের বধ্যভূমিতে নতুন এদেশ জাগবে
বীরাঙ্গনার দীর্ঘশ্বাসে এদেশ স্বাধীন হবে।

লাল সবুজের পতাকা আমার দীপ্ত অহংকার
স্বাধীন এদেশ জন্মভূমি, মাতৃভূমি আমার।

পূর্ববর্তী নিবন্ধবারুদগন্ধী মানচিত্র
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা