আমার আছে

সুবর্ণা দাশ মুনমুন | বুধবার , ১৪ ডিসেম্বর, ২০২২ at ১০:০৯ পূর্বাহ্ণ

আমার কাছে একুশ আছে
আছে ভাষার গান
রক্তজবা বুকের ভেতর
সুপ্ত অভিমান।

আমার আছে একাত্তর আর
একটা মুজিবুর।
চোখের পাতায় শ্যামল পাহাড়
সুনীল সুমুদ্দুর।

আমার আছে ঘাতক রোখা
শহিদ জননী
তপ্ত শোকে গর্জে উঠা
রক্ত ধমনি।

আমার আছে দখিন হাওয়া
হাটখোলা সেই দোর
কাশের বনের মাতাল হাসি
শারদীয়ার ভোর।

আমার আছে পৌষের চিঠি
নবান্নেরই ডাক।
বৈশাখী গান,রূপকথা ধান
আমারই নয় থাক।

আমিইতো ভাই বীর বাঙালি
বাংলা আমার মা
রক্তে লেখা ইতিহাসের
আনন্দ ঝর্ণা।

পূর্ববর্তী নিবন্ধনেই লেখা নেই সেই ঋণ
পরবর্তী নিবন্ধবিজয় স্বপ্ন