তোমাদের দেশ ভ্রমণে এসেছি
আমরা অতিথি পাখি
কোলাহল শিসে গানে তোমাদের
আমরা মাতিয়ে রাখি।
প্রচণ্ড শীত নিজেদের দেশে
ছাড়ে সহ্যের সীমা
তোমাদের দেশে উড়ে এসে তাই
ছড়াচ্ছি মধুরিমা।
আমাদের কেনো শিকার করবে
তোমরা নির্বিচারে
আমাদের সাথি মানুষেরা এতোই
নিষ্ঠুর হতে পারে?
মোছো হৃদয়ের সকল কালিমা
হৃদয়কে করো সাদা
আমরা অতিথি দিও আমাদের
অতিথির মর্যাদা।







