আব্দুস সোবহান রাহাত আলী স্কুল সরকারি করণ চাই

| মঙ্গলবার , ১৯ এপ্রিল, ২০২২ at ৫:২৯ পূর্বাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মওলানা আব্দুস সোবহান ১৯১৪ সালে মুসলিমদের জন্য পটিয়ায় মক্তব প্রতিষ্ঠা করেন। দুষ্কৃতকারীরা মক্তবটি পুড়িয়ে দেওয়ায় তিনি তৎকালীন পটিয়া থানার দারোগা রাহাত আলী’র দারস্থ হন। ঐ সময় মুসলিম কিংবা দরিদ্রদের পড়াশোনার সুযোগ দেওয়া হতো না তথা বৈষম্য করা হতো। ফলে তিনি ইংরেজি শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে দারোগা রাহাত আলী’র সহযোগিতায় ১৯১৭ সালে নতুন ভাবে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। যেটার মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জ্ঞান চর্চার সুযোগ পায়। যেটা ব্রিটিশ আমলে অনন্য নজির সৃষ্টি করেছিলো। তারই ধারাবাহিকতায় এখন পর্যন্ত বিদ্যালয়ের ছাত্ররা দেশ-বিদেশের বিভিন্ন পেশায় গুরুত্বপূর্ণ পদে অবস্থান করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কিন্তু দুঃখের বিষয়, দীর্ঘ ১০০ বছর পরেও বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়নি। তাই অতিসত্বর বিদ্যালয়টি জাতীয়করণের জন্য পটিয়ার মাননীয় এমপি মহোদয়, শিক্ষা মন্ত্রানালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
মো.আবু তারেক,

প্রাক্তন শিক্ষার্থী, এ. এস. রাহাত আলী উচ্চ বিদ্যালয়, পটিয়া, চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধঅক্টাভিও পাজ : আধুনিক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কবি
পরবর্তী নিবন্ধসন্তানের প্রতি অভিভাবকদের দায়িত্ব