আবেগের বিলাপ

সামিমুন নাহার হুসনু | বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৬:০২ পূর্বাহ্ণ

ধাওয়ায় বসে খোলা চোখে দেখি
পশু পাখি বন বট বৃক্ষ রাজি
তিন রঙা পাখি গাছে করে লাফালাফি
বাঁচার তাগিদে খাদ্য খুঁজে
দূর সীমায় যতদূর দৃষ্টি যায়
সবুজে সবুজ মিলে আড়ষ্ট ভূমিতে
সুপারী গাছের সারি বাতাবী লেবুর ঘ্রাণ
আমার চিত্তে সুখ আসে শান্ত হয় প্রাণ।
ভাবনার পাখা মেলে ভাবি
পূর্ব পুরুষের হিসাব কষি
জানালার কার্নিসের কাঠ দেখে মনে পড়ে
পুরানো কথা হারানো স্মৃতি
বাপ দাদার বসত বাটি
সুবিন্যস্ত ঘরের প্রশস্ত ছাদ
তাদের হাতের ছোঁয়া যেনো লেগে আছে
আসবাবপত্র ইমারত দেয়ালের পলেস্তারায়
লেপটে আছে সময়ের করুণ কিছু বিষণ্নতায়
আহ্লাদের পুস্প কানন হারিয়ে গেছে রূপকথায়
তবুও মনের বিমর্ষ কালো প্রজাপতি আজ চুমু দেয়
টেনে নেয় আমার আবেগের আতুর ঘরে নির্নিমেষ
এখানে জোছনার আলো ছিলো সুখ ছিলো
গলায় গলায়
ভালোবাসা ছিলো ভাইদের স্নেহ আর
বোনদের মায়ায়।

পূর্ববর্তী নিবন্ধপর্যটন শিল্প প্রসঙ্গে
পরবর্তী নিবন্ধদক্ষ জনবল তৈরিতে শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রয়োজন নিবিড় সংযোগ