পর্যটন শিল্প প্রসঙ্গে

| বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৬:০২ পূর্বাহ্ণ

প্রতি বছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়। আমাদের দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি পালন করা হয়। আন্তর্জাতিক পর্যটন দিবসের প্রধান উদ্দেশ্য বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণকারীদের সঙ্গে পর্যন্ট কেন্দ্রের সেতু বন্ধন গড়ে তোলা। পর্যটন মানুষের মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব সৃষ্টি করতে পারে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বছরে গড়ে ৭০/৮০ হাজারেরও অধিক পর্যটক বাংলাদেশে আসেন। প্রতি বছর দেশে পর্যটন থেকে আয় হয় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। বিশ্বের উন্নত দেশগুলোর পর্যটন ব্যবস্থার কাছাকাছিও আমাদের দেশের পর্যটন গড়ে উঠেনি। প্রাকৃতিক সৌন্দর্যের বাংলাদেশে রয়েছে পর্যটন শিল্প বিকাশের অপার সম্ভাবনা। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা পর্যটন স্পটগুলো চিহ্নিত করন এবং আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হলে বিদেশি পর্যটকের পাশাপাশি দেশীয় পর্যটকের সংখ্যাও বাড়বে।
এম.এ. গফুর
বলুয়ার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়,
কোরবাণীগঞ্জ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধআনাতোল ফ্রাঁস : প্রগতিবাদী কথাসাহিত্যিক
পরবর্তী নিবন্ধআবেগের বিলাপ