আবু মুসা চৌধুরীর দুটি সাব-অলটার্ন কবিতা

| শুক্রবার , ১১ মার্চ, ২০২২ at ৮:০২ পূর্বাহ্ণ

হইলদা চড়ই আই বইস্‌সে
ভাদি গাছর আগাত্‌,
পরান বন্ধু পরবাসত
আঁই আছি আঁর জাগাত।

এই বরষাত ভাই-যাবগই
খাল-বিল-ডোবা পইর,
দুঃখর কথা কারে কইয়ুম্‌
মনে মনে কইর ।

(আঁর) দিন ন, হাডের রাইত ন পোয়ায়
বন্ধু তোঁয়ারে ছাড়া,
আঁর জীবন খান কে-নে অইলো
ফোয়ানা জমির নাড়া।
কাঁঠ্‌ঠল গাছত্‌ কাঁঠ্‌ঠল পাইক্কে
আম গাছত্‌ আম,
হোরা হোয়ালির চোখর পানির
দুই পয়সা নাই দাম।

চান্নি পইরগা রাইতত্‌ বন্ধু
গতর হাঁন্দে কিল্লাই,
কে-নে হইয়ম্‌ এই নিদানত
কী মধু আঁই-চাই ?

(০২)
‘বারির শোভা গাছ-গাছালি
ঘরর শোভা নারী’
আঁর পরানর বন্‌দু কিল্লাই
আঁরে গেলগুই ছারি।
তোঁয়ার কবরত জুনি পোকে
পইত্য রাইতে কাঁদে,
প-অলা মন কয় বন্‌দু আইবো
হয়েক মাদান-বাদে।
মরুভূমির বয়ার তোঁয়ারে
ডাইকতাম আদর গরি,
তুঁই আছিলা আলগা বাতাস
তুঁই আছিলা পরি।
বেবাম বারিষার কালে
সায়র তোঁয়ারঅ পাড়া,
আঁই নাদান ‘মজনু’ ত’-অ
ন-ডরাইতাম গাড়া।
তোঁয়ারঅ গাছর গোয়াছি হাইলাম
হাইলাম পোয়ানা আম,
ত-অ-ত অ-বইন, ন-পাইলামরে
মহব্বতর দাম।
তুঁই গেলা গই পচিম মিক্যা
আঁই রইলাম পুবে,
জীবন-রসর ভাঁজে ভাঁজে
চাঁদ-সুরযু ডুবে।
কিল্লাই বন্‌দু নামি গেলা
ন-ফিরিবার ঘাটে,
তোঁয়ার লাই আর খরান শীতত্‌
উয়াইস্যা দিন কাটে ॥

পূর্ববর্তী নিবন্ধদূরের দুরবিনে
পরবর্তী নিবন্ধমানুষ পাখির গান