আবাহনী-প্রাইম ব্যাংক অঘোষিত ফাইনাল আজ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৬ জুন, ২০২১ at ৭:২১ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের আবাহনী এবং প্রাইম ব্যাকের মধ্যকার ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। এই ম্যাচে যে দল জিতবে তারাই এবারের প্রিমিয়ার লিগের শিরোপা জিতবে। প্রথম পর্ব ও সুপার লিগের মোট ১৫ ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট সমান ২২ করে। যেখানে দু দলেরই জয় ১১টি আর পরাজয় ৪টি। তাই এখন আর কোন জটিল হিসেব নিকেশ নেই। আজ শনিবার যে দল জিতবে চ্যাম্পিয়ন তারাই হবে। পারফরমেন্স বিবেচনায়ও দুই দল প্রায় সমান। প্রথম পর্বে ১১ খেলায় সর্বাধিক ৯ ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে এককভাবে সবার ওপরে ছিল প্রাইম ব্যাংক। অন্যদিকে সমান ম্যাচে ১৬ পয়েন্ট পাওয়া আবাহনী ছিল দ্বিতীয়। কিন্তু প্রাইম ব্যাংক শেখ জামাল ধানমন্ডির কাছে ৭ উইকেটের হার দিয়ে সুপার লিগ শুরু করলে আবাহনী আর প্রাইম ব্যাংক সমান্তরালে চলে আসে। তারপর দু দলের সামনেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল। কিন্তু এবারও হিসেব নিকেশ জটিল করে দিয়েছে সেই শেখ জামাল ধানমন্ডি। গত বৃহস্পতিবার মোহাম্মদ আশরাফুলের বিদায় বেলার ঝলক আর নুরুল হাসান সোহান, জিয়াউর রহমানের ভেলকিতে শেখ জামাল হারিয়ে দিয়েছে আবাহনীকে। তাতে করে ফের এককভাবে শীর্ষে থাকার সুবর্ণ সুযোগ চলে আসে প্রাইম ব্যাংকের সামনে। কিন্তু প্রাইম দোলেশ্বরের কাছে হেরে আবার আবাহনীর কাতারে চলে আসে প্রাইম ব্যাংক। এদিকে লিগ নির্ধারণী ম্যাচে মনের লড়াইয়ে খানিক চাঙা আবাহনী ক্রিকেটাররা। কারণ প্রথমে লেগে দুই দলের পারস্পরিক মোকাবিলায় ডি-এল পদ্ধতিতে ৩০ রানে জিতেছিল আবাহনী। ফর্মে থাকা তরুণ ওপেনার মুনিম শাহরিয়ারের ক্যারিয়ার সেরা ৯২ রান আবাহনীকে গড়ে দিয়েছিল বড় পুঁজি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএল মেথডে শেষ পর্যন্ত আর আকাশী হলুদদের স্কোর টপকানো সম্ভব হয়নি প্রাইম ব্যাংকের। এখন দেখার বিষয় লিগ নির্ধারণী ম্যাচে কোন দল হাসে শেষ হাসি ।

পূর্ববর্তী নিবন্ধইউরো কাপের নক আউট পর্ব শুরু আজ
পরবর্তী নিবন্ধঢাকা মোহামেডানের হকি কমিটির চেয়ারম্যান হলেন মঞ্জু