আবারও ‘মাইলস’ ছাড়লেন শাফিন আহমেদ

| রবিবার , ২৮ নভেম্বর, ২০২১ at ৮:৫২ পূর্বাহ্ণ

মাইলস ছাড়ার ঘোষণা দিয়ে ব্যান্ডটির কার্যক্রম স্থগিতের আহ্বান জানালেন সংগীতশিল্পী ও গিটারিস্ট শাফিন আহমেদ। গতকাল শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় শাফিন আহমেদ জানান, ব্যান্ডটির বর্তমান লাইন আপের সঙ্গে আর যুক্ত থাকছেন না তিনি। তিনি বলেন, ‘…এ বছরের শুরুতে আমি সিদ্ধান্ত নিই, মাইলসের বর্তমান লাইন আপের সঙ্গে আমার পক্ষে মিউজিকের কোন কার্যক্রম করা সম্ভব হবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এই লাইন আপের সাথে মিউজিক করা থেকে বিরত থাকবো।’ ১৯৭৯ সাল থেকে মাইলসের সঙ্গে পথচলা শাফিনের। এর আগে ২০১৭ সালে অক্টোবরেও তিনি একবার ব্যান্ডটি ছাড়ার কয়েকমাস পর দ্বন্দ্ব ভুলে ফের ব্যান্ডে ফিরেছিলেন। ২০১০ সালের শুরুর দিকেও একবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ব্যান্ড থেকে সরে দাঁড়ানোর কয়েকমাস পর ফের ব্যান্ডে ফেরেন। আবারও মাইলস ছাড়ার গুঞ্জনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন শাফিন। খবর বিডিনিউজের। মাইলসের সদস্যরা একসঙ্গে কাজ করতে না পারলে ব্যান্ডটির কার্যক্রম স্থগিতের আহ্বান জানিয়ে শাফিন বলেন, আমার একটা প্রত্যাশা থাকবে, মাইলস নামটার যেন কোনো অপব্যবহার না হয়। মাইলসকে নিয়ে আমরা ৪০ বছর পূর্তি উদযাপন করেছি। আমরা যদি একসঙ্গে কাজ না করতে পারি তাহলে মাইলসের কার্যক্রম স্থগিত করা উচিত। এটাই আমি মনে করি, বেস্ট ডিসিশন। সুতরাং আমার প্রত্যাশা থাকবে, অন্য কেউ যেন মাইলস নামটা ব্যবহার না করেন। ব্যান্ডটি ছাড়লেও সংগীতের সঙ্গেই থাকার পরিকল্পনার কথা জানিয়েছেন শাফিন। তিনি বলেন, “সংগীত জগতে আমার পথচলা খুব স্বাভাবিক এবং আগের মতোই থাকবে। আমাকে স্টেজে পাওয়া যাবে, আমাকে রেকর্ডিংয়েও পাওয়া যাবে।”

পূর্ববর্তী নিবন্ধভালোবাসার জন্য ভিক্ষা করতে হবে না : প্রভা
পরবর্তী নিবন্ধটানা পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে বাংলা টাইগার্স