আবারও করোনা শূন্য চট্টগ্রাম

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২০ ডিসেম্বর, ২০২২ at ১২:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারো দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি। একই সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। এর আগে সোমবারও (১৯ ডিসেম্বর) চট্টগ্রামে কারো দেহে করোনার জীবাণু যায়নি বলে জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৯টি ল্যাবে ৫২টি নমুনা পরীক্ষা করে কারো দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৫১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৪৩৮ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩২ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাজস্থলীতে গাড়িচালকের উদ্ধার দাবিতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল
পরবর্তী নিবন্ধচট্টগ্রামেও শুরু করোনা টিকার চতুর্থ ডোজের কার্যক্রম