আফগান বাহিনীর শতাধিক সাবেক সদস্যকে খুন করেছে তালেবান

| বৃহস্পতিবার , ২ ডিসেম্বর, ২০২১ at ১০:৩৩ পূর্বাহ্ণ

তালেবান গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে সাবেক আফগান নিরাপত্তা বাহিনীর ১শরও বেশি সদস্যকে হত্যা কিংবা গুম করেছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে মঙ্গলবার একথা জানিয়েছে। সংস্থাটি বলেছে, তালেবান নেতারা ক্ষমতাচ্যুত আফগান সরকার এবং সামরিক বাহিনীর সদস্যদের ক্ষমা করে দেওয়া এবং তাদের ওপর প্রতিশোধ না নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরও স্থানীয় তালেবান কমান্ডাররা সাবেক ওইসব সেনা ও পুলিশ সদস্যকে হত্যার নিশানা করেছে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধবছরের শেষ সূর্যগ্রহণ শনিবার
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে স্কুলে সহপাঠীর গুলিতে নিহত ৩, আহত ৮