বছরের শেষ সূর্যগ্রহণ শনিবার

| বৃহস্পতিবার , ২ ডিসেম্বর, ২০২১ at ১০:৩২ পূর্বাহ্ণ

বছরের শেষ সূর্যগ্রহণ হবে শনিবার ৪ ডিসেম্বর। এ পূর্ণ সূর্যগ্রহণ হতে চলেছে অমাবস্যার দিন শনিবার। সূর্য ও পৃথিবীর মধ্যে যখন চাঁদ চলে আসে এবং সূর্যকে ঢেকে ফেলে তখন সূর্যের অন্ধকার দিকটি পৃথিবীর দিকে আসে। ভারতীয় উপমহাদেশ থেকে এ গ্রহণ দেখা যাবে না। তবে ৪ ডিসেম্বর লাইভ দেখা যাবে এ গ্রহণ। এদিকে অ্যান্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকা থেকে স্পষ্ট দেখা যাবে। সূর্যগ্রহণকে এমনিতেই জ্যোতিষমতে অশুভ বলে মনে করা হয়। তাই এ সময় কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেন নিয়ে মস্কোকে ন্যাটোর সতর্কবার্তা, পাল্টা হুঁশিয়ারি পুতিনের
পরবর্তী নিবন্ধআফগান বাহিনীর শতাধিক সাবেক সদস্যকে খুন করেছে তালেবান