আফগানিস্তান সিরিজ নিয়ে বেশ সতর্ক বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৫ মে, ২০২৩ at ৬:৪৭ পূর্বাহ্ণ

সবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করে এসেছে বাংলাদেশ দল। কয়দিন বিশ্রামের পর আবার মাঠে নামতে হচ্ছে টাইগার ক্রিকেটারদের। কারন আগামী মাসে যে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। দুইভাগে বাংলাদেশ সফর করা আফগানদের বিপক্ষে একটি টেস্ট তিনটি ওয়ানডে এবং দুটি টিটোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আর সে জন্য আগামী ২৯ মে থেকে শুরু হবে দলের অনুীশলন। তার আগে ২৭ কিংবা ২৮ মে দল ঘোষনা করতে পারেন নির্বাচকরা। আগামী ১৪ জুন মিরপুরের হোম অব ক্রিকেটে একমাত্র টেস্টের প্রস্তুতির জন্য ২ সপ্তাহের বেশি সময় পাবেন টাইগাররা। আর সে জন্য বেশ সতর্কতার সাথে এগুতে চাচ্ছেন নির্বাচকরা। বর্তমানে বাংলাদেশ ‘এ’ দল খেলছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে। এই দলে রয়েছে রয়েছে বেশ কয়েকজন টেস্ট ক্রিকেটার। সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে শেষ চারদিনের ম্যাচে খেলানো হতে পারে মোমিনুল হক, শরিফুল ইসলাম আর ইয়াসির আলী রাব্বিকে । যাতে তাদের পরখ করে নেওয়া যায়। আর সে ম্যাচটি শুরু হবে ৩০ মে। মূল দলের আগে যেহেতু একটি প্রাথমিক দল ঘোষণা করতে চান নির্বাচকরা সেহেতু বেশ কয়েকজন টেস্ট ক্রিকেটার শুরু থেকে অনুশীলন ক্যাম্পে যোগ দিতে পারবেননা। কারণ তারা তখন ম্যাচে থাকবে। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হাতের আঙ্গুলে আঘাত পাওয়া সকিব রয়েছেন মাঠের বাইরে। তাই তিনি খেলতে পারবেননা আফগানদের বিপক্ষে টেস্টে। সেক্ষেত্রে বাংলাদেশ দলকে খুজতে হবে নতুন অধিনায়ক। যদিও ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে লিটন দাশ এবং মেহেদী হাসান মিরাজের নাম শোনা যাচ্ছে বেশ জোরেশোরে।

আবার দলে পারফরমার হিসেবে সাকিবের জায়গায় কে খেলবেন সেটাও নিয়ে চিন্তার মধ্যে রয়েছে নির্বাচকরা। কারণ সাকিবের বিকল্প সব সময়ই দুজন। তাই নির্বাচকরা এখনো চক কষছেন কিভাবে দলকে সাজানো যায়। কারন আফগানিস্তান সব সময়ই শক্ত প্রতিপক্ষ। তার উপর এই দলটির বিপক্ষে একটি মাত্র যে টেস্ট ম্যাচটি খেলেছে বাংলাদেশ সেটিতে হেরেছে। কাজেই এবার আর ঝুঁকি নিতে চায়না টাইগার শিবির। শক্তিশালী দল নিয়ে আফগানদের বিপক্ষে মাঠে নামতে চায়। তার আগে সবকিছু মিলিয়ে একেবারে ধীরে চলো নীতি অনুসরণ করতে চায় বাংলাদেশ দল।

পূর্ববর্তী নিবন্ধক্রিকেটারদের যেভাবে গড়ে তুলতে চান নতুন এইচপি কোচ
পরবর্তী নিবন্ধশাহাদাত দিপুর ব্যাটিং দৃঢ়তার পরও পিছিয়ে বাংলাদেশ