আফগানিস্তানে অন্তঃসত্ত্বা পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগ

| সোমবার , ৬ সেপ্টেম্বর, ২০২১ at ১১:১৮ পূর্বাহ্ণ

পরিবারের সামনেই অন্তঃসত্ত্বা এক পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগ উঠেছে তালেবানের বিরুদ্ধে। স্থানীয় গণমাধ্যম এই নারীর নাম বানু নিগার বলে জানিয়েছে। প্রাদেশিক এক শহরে তাকে গুলি করে মারার কথা বিবিসি-কে জানান প্রত্যক্ষদর্শীরা। মধ্যাঞ্চলীয় গোর প্রদেশের রাজধানী ফিরোজকোহ শহরে নিজ বাড়িতে স্বজনদের সামনে নিগারকে গুলি করা হয়। আফগানিস্তানে নারীদের ওপর নিপীড়নের খবর বেশি বেশি করে আসতে থাকার মধ্যেই এই হত্যাকাণ্ড ঘটল। খবর বিডিনিউজের।
নিগার হত্যার কিছু ছবি স্বজনরা দিয়েছেন, যাতে একটি কক্ষের দেয়ালে ছিটকে পড়া রক্তের দাগ এবং সামনে একটি লাশ পড়ে থাকতে দেখা গেছে। নিহতের মুখ মারাত্মকভাবে বিকৃত হয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিগার স্থানীয় একটি কারাগারে কাজ করতেন এবং তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শনিবার তিন বন্দুকধারী নিগারের বাড়িতে গিয়ে তল্লাশি চালায়। এরপর পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলা হয়। তবে তালেবান বিবিসি-কে বলেছে, বানু নিগার হত্যার ঘটনায় তারা জড়িত নয়। ঘটনাটি তারা তদন্ত করে দেখছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ‘আমি ঘটনাটি সম্পর্কে জেনেছি। তালেবান তাকে মারেনি এ বিষয়টি আমি নিশ্চিত করছি। আমাদের তদন্ত চলছে।’

পূর্ববর্তী নিবন্ধপুতিনের ভুল ধরিয়ে দিয়ে বহিষ্কার স্কুলছাত্র!
পরবর্তী নিবন্ধপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় নিহত ৩