আন্দরকিল্লায় টানা পার্টির খপ্পরে দম্পতি

মামলা না নিয়ে জিডি নেয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

আজাদী প্রতিবেদন | শনিবার , ২০ মার্চ, ২০২১ at ৫:৩৪ পূর্বাহ্ণ

নগরীর লালদীঘি থেকে টেক্সটাইল মোড় যাওয়ার পথে সিএনজি টেক্সিতে থাকা এক দম্পতি আন্দরকিল্লার মোড়ে টানা পার্টির খপ্পরে পড়েছেন। এ ঘটনায় মামলা হওয়ার কথা থাকলেও কোতোয়ালী থানা পুলিশ সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করে নিজেদের দায় সেরেছেন বলে অভিযোগ করেছেন সিএনজি টেক্সি আরোহী মানস কুমার ধর। তিনি আজাদীকে বলেন, কোতোয়ালী থানা পুলিশের কর্মতৎপরতার সংবাদ শুনে আশাবাদী হয়েছিলাম। কিন্তু প্রথমেই হতাশ হলাম যখন তারা মামলা না নিয়ে জিডি নেন। যদিও ঘটনার পর আমাদের নিয়ে কোতোয়ালী থানার এসআই আওয়াল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মানস কুমার ধর আজাদীকে বলেন, ১৮ মার্চ সন্ধ্যা আনুমানিক পৌনে সাতটার দিকে লালদীঘি থেকে টেক্সটাইল গেটের বাসায় যাওয়ার পথে পুরাতন সিটি কর্পোরেশন ভবনের সামনে চলন্ত সিএনজি টেঙির পেছনের পর্দা কেটে এক ব্যক্তি আমার স্ত্রীর গলায় থানা আড়াই ভরি ওজনের স্বর্ণের চেইন টেনে ছিঁড়ে নিয়ে দৌঁড় দেয়। আমি দ্রুত নেমে তাকে ধাওয়া করলেও কিছুদূর যাওয়ার পর তাকে হারিয়ে ফেলি। পরে কোতোয়ালী থানায় গেলে তারা একটা জিডি নেন। কিন্তু ঘটনার একদিন পার হলেও এ ঘটনার কোনো আপডেট তারা জানাতে পারে নি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া উপজেলা যুবদলের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা