আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আইআইইউসির দিনব্যাপী অনুষ্ঠান

| শুক্রবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:৩৪ পূর্বাহ্ণ

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ পালনের লক্ষ্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ২১ ফেব্রুয়ারি দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এর মধ্যে ফজরের নামাজের পর আইআইইউসি কেন্দ্রীয় মসজিদে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠান, সকাল সাড়ে ৬টায় জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ, ৬টা ৪৫-এ ক্যাম্পাসে নিজস্ব শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ১১টায় ভার্চুয়াল আলোচনা ও দোয়া অনুষ্ঠান রয়েছে।
আইআইইউসির প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর কে. এম গোলাম মহিউদ্দিন। বিশেষ অতিথি থাকবেন আইআইইউসি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ। বক্তব্য রাখবেন আইআইইউসির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আকতার সাঈদ, প্রক্টর মোস্তফা মনির চৌধুরী, ফিমেল একাডেমিক জোন ইনচার্জ সালমা হক এবং ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহিদুর রহমান। স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখবেন দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুল হক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভাষা দিবস উপলক্ষে সন্দীপনার অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধপোশাক শিল্পের চালান দ্রুত খালাসের অনুরোধ